• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,, নওগার মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ২৬ লাখ ডলার জব্দ, অবৈধ ফরেক্স চক্রের সহযোগী আটক,,, নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে হাতপাখার চাইতে দাড়িপাল্লা’ই বেশি জনপ্রিয়/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা। আল-হাইয়া বিজ্ঞান স্কুল(AHCS) পথ চলা শুরু/দৈনিক ক্রাইম বাংলা।

ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন কলাপাড়ার শিক্ষক শহিদুল ইসলাম,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৫৫৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান মো. শহিদুল ইসলাম (সোহেল)। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ এর অধীনে ইংরেজী ভাষা ও সাহিত্যে সম্মান সূচক এ ডিগ্রি অর্জন করেছেন। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের মৃত: মোঃ আবদুস সত্তার মিয়ার পুত্র। পটুয়াখালী এবং বরগুনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিতও করেছেন এই শিক্ষক।
গত ২৮ সেপ্টেম্বর বিকাল ৫.৩০ মি. এ ভারতের কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল এ গ্রান্ড কনভোকেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারত, নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মোট ১৭ জনকে বিভিন্ন বিষয়ের উপরে সম্মান সূচক ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ’র প্রতিনিধি এস.কে বনিক, মি. ড্রিম স্কিন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, ড. মো. শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ কতৃপক্ষ এবং কলাপাড়ার শিক্ষক সংগঠন’র নেতৃবৃন্দ।
ড.মো.শহীদুল ইসলাম বলেন, এ ধরনের প্রাপ্তি যে কোন শিক্ষকের জন্য সন্মানের। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের কাছে দোয়া চাচ্ছি ভবিষ্যতে যাতে মানুষের সেবায় কাজ করে যেতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ