ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও দুই সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান।
তিনি জানান, বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার কনশাসনেস লেভেল এখন আগের চেয়ে ভালো। খাবার গ্রহণ আগের ছেয়ে কিছুটা ভালো হচ্ছে। ডাক্তার দ্বীন মোহাম্মদ তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করছেন।
গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তির পর তাকে সিসিইউতে রাখা হয়। দুদিন পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এরপর আবার আই সি ইউতে রাখা হয়েছে। তবে শারীরিক অবস্থা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে বলে জানান।