ব্যুরোচীফ বরিশালঃ কলাপাড়া উপজেলা, মহিপুর থানার। সাগরকন্যা কুয়াকাটায় বিভিন্ন পর্যটকদের ভির থাকলেও পানির স্রোতের ন্যায় , অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। বিভিন্ন পতিতার পরিচয় দিয়ে চালাচ্ছে অসামাজিক কার্যকলাপ। তাতে কুয়াকাটার সামাজিক ভাবে ভাব মূর্তি নষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে আলিপুর টু কুয়াকাটা যেন রাত্রি দশটার, পরে যেন অচেনা কিছু মোটরসাইকেলের চলতে দেখা যায়। সেই মোটর সাইকেলে করেই যে যার মতো করে বিভিন্ন হোটেল। এবং সিবিচ, ছাতার বেঞ্চে বসে খদ্দেরের আশায় বসে থাকে।আবার কাউকে দেখা যায় ফোন নাম্বার দিয়ে, বিভিন্ন স্থানে কন্টাক্ট করে, পতিতাদের সাপ্লাই করা হয়, বিভিন্ন স্থানে। তাতে জড়িত রয়েছে নামে বেনামি কিছু পতিতার সরদার, তাদের কেউ কেউ নাম রেখেছে হ্যাপি, নুপুর, ও পাখি ইত্যাদি নাম ব্যবহার করে। চালিয়ে যাচ্ছে রমরমা দেহ ব্যবসা, আবার কেহ কেহ ফ্যামিলি বাসা রেখে আলিপুর ও কুয়াকাটা মধ্যে স্থানে তুলাতলী নামক স্থানে, বাসা রেখে রাত্রি( দশ টায়) বের হয়ে যায়, আসে সকাল( ছয় টায়)। এরকম করি চালিয়ে যাচ্ছে, দেহ ব্যবসা ও মাদক বাণিজ্য সাথে জড়িত রয়েছে অনেকেই। কাউকে জিজ্ঞেস করলে তারা বলে আমার স্বামী ও ভাই এখানে গাড়ি চালায়, আমরা তার জন্য এখানে রয়েছি। অনেক এসেছে খুলনা বাগেরহাট ঢাকা-বরগুনা ইত্যাদি অঞ্চল থেকে। এখানে এসে প্রশাসনকে ফাঁকি দিয়ে, চালাচ্ছে রমরমা দেহ ব্যবসা, সাংবাদিকগণ তাদেরকে খতিয়ে দেখলে তারা বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানিমূলক কথা বলে আসছিল। এবং তারা আরও বলে তাদের কাছে নাকি অনেক বড় বড় মাথার লোক রয়েছে বলে আখ্যা পোষণ করে। তাই এলাকাবাসীর দাবি হচ্ছে যাতে করে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন, ও তাদেরকে বিচারের আওতায় আনা হয়।তারা আরো বলে এদের জন্য স্থানীয় ও টুরেস্ট এসে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। বলে জানান সুশীল সমাজ,ধারাবাহিক সংবাদের আজকের প্রথম পর্ব।
You cannot copy content of this page