জাতীয় নির্বাচনের দায়িত্ব পেলে তা পালনে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে—এমন বার্তা দিয়েছে সেনাসদর। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি, তবে নির্দেশনা এলেই দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত।”
সেনাবাহিনীর এই বার্তা এমন এক সময়ে এলো, যখন সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।
ব্রিফিংয়ে কর্নেল শফিকুল ইসলাম আরও জানান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। গত চার সপ্তাহে বিভিন্ন সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধার অভিযানে ৩৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৭৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এছাড়া গত আগস্ট মাস থেকে শুরু করে চলতি মাস পর্যন্ত সময়ের মধ্যে হারিয়ে যাওয়া ১২ হাজার ১১৯টি অস্ত্রের মধ্যে মোট ৯ হাজার ৭২৯টি অস্ত্র এবং ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড গোলাবারুদের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শুধু তাই নয়, একই সময়ে অপরাধ দমনে সেনাবাহিনী ৮১৩ জনকে গ্রেপ্তার করেছে। সবমিলিয়ে চলমান অভিযান ও নজরদারির মাধ্যমে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৪৫৯ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কর্নেল শফিকুল ইসলাম। গ্রেপ্তারদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, তালিকাভুক্ত সন্ত্রাসী, ডাকাতসহ বিভিন্ন অপরাধচক্রের সক্রিয় সদস্য রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের তথ্য প্রকাশে বোঝা যায়, দেশের নিরাপত্তা রক্ষায় বাহিনীটি কেবল সীমান্ত নয়, অভ্যন্তরীণ অপরাধ প্রতিরোধেও সক্রিয় ভূমিকা পালন করছে। নির্বাচন সামনে রেখে যদি আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্ব দেওয়া হয়, তবে তা পালনে তারা প্রস্তুত বলেই সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার।