
মোঃ জালাল হোসেন।।
নওগাঁ-৪ মান্দা উপজেলার আসন্ন গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত হয়েছে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান।
উপজেলা প্রশাসন, মান্দা, নওগাঁ-এর আয়োজনে এবং উপজেলা শিল্পকলা একাডেমি, মান্দার পরিবেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও গণভোট বিষয়ক সচেতনতামূলক সংগীত। গান ও সংগীতের মাধ্যমে ভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে।
অনুষ্ঠান চলাকালে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই থেমে দাঁড়িয়ে সংগীত উপভোগ করেন এবং শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন। উপস্থিত দর্শনার্থীরা জানান, এমন ভিন্নধর্মী আয়োজন মানুষের মাঝে ভোটের প্রতি আগ্রহ সৃষ্টি করতে কার্যকর ভূমিকা রাখছে।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গণভোটকে অর্থবহ ও সফল করতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।