Array তালতলীতে জমি লিচ নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা। তালতলীতে জমি লিচ নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা। – Daily Crime Bangla
  • বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,, নওগার মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ২৬ লাখ ডলার জব্দ, অবৈধ ফরেক্স চক্রের সহযোগী আটক,,, নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে হাতপাখার চাইতে দাড়িপাল্লা’ই বেশি জনপ্রিয়/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা। আল-হাইয়া বিজ্ঞান স্কুল(AHCS) পথ চলা শুরু/দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁর মান্দায় পরানপুরে উঠান বৈঠকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালের প্রতিযোজা সাংবাদিক নোমানীর আজ শুভ জন্মদিন/দৈনিক ক্রাইম বাংলা।

তালতলীতে জমি লিচ নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৯৮ পঠিত
আপডেট: বুধবার, ১৪ জুলাই, ২০২১

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার তালতলীতে একটি মাছের ঘের ৬ বছরের লিখিত চুক্তিতে লিচ নিয়েও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ ঘের মালিক মিঃ মংতাহানের বিরোদ্দে।

বুধবার সন্ধ্যায় সাংবাদিক দের কাছে লিখিত অভিযোগ করেন রাসেল হাওলাদারের স্ত্রী নিপা বেগম। অভিযোগে সূত্রে জানাগেছে, ২০১৮ একটি মাছের ঘের ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প (নং ক হ – ৬১৬২২৮৩)লিখিত চুক্তিতে ৬ বছর মেয়াদি লিচ নেয় তালতলী বন্দরের বাসিন্দা রাসেল হাওলাদার। চুক্তিপত্রের ১নং স্বাক্ষি মংতাহানের স্ত্রী মাথান চিং সহ কয়েকজন। চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু লিচের মেয়াদ তিন বছর পার হতেই ওই জমি নতুন করে মংতাহান লিচ দেয় হোমিও ব্যবসায়ী চুন্নু মিয়ার কাছে এরপর ঐ ঘের চুন্নু মিয়া মিঃ মংতাহানকে নিয়ে দখলের চেস্টা চালায়। এবং চুক্তিপত্র ভূয়াবলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে।

নিপা বেগম আরো বলেন,মিঃ মং তাহান ও তার স্ত্রী মাথান চিংসহ পরিবারের ছয়জন মাথান চিংএর ভাইয়ের ছেলে উথেয়েনকে জমি বিক্রি করার জন্য রেজিস্ট্রি পাওয়ার দেয়। ঐ রেজিস্ট্রি পাওয়ারের বলে উথেয়েন জমি বিক্রয় করার কথা বলে,আলমগির হাওলাদার, সেলিম মিয়া , মাসুদ ,নসুমৃধা, কুদ্দুস সহ উপজেলার বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়ে পালিয়েগেছে।
তারা প্রতারণা করে উল্টো আমার স্বামী সহ আমার স্বজনদের বিরোদ্দে মিথ্যা মামলা দায়ের করেছে।আমি ঘেরের চুক্তিপত্রের স্বাক্ষর
পরিক্ষা করার অনুরোধ করছি। আমি এই মিথ্যা মামলা দিয়ে হয়রানীর বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ