কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁ জেলায় গত বৃহস্পতিবার সকাল আট টা থেকে শুক্রবার সকাল আট টা পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় তিনশত সাত জনের নমুনা পরীক্ষা করে তেইশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দিয়ে জেলায় আক্রান্তের পরিমান ছয় হাজার ছাড়লো। করোনা ভাইরাসে আক্রান্তের মোট পরিমান হলো ছয় হাজার একুশ জন। ডেপুডি সিভিল সাজন ডাঃ মন্জুর মোর্শেদ বলেছেন নওগাঁ হাসপাতালে এ্যান্টিজেন এবং ঢাকা ন্যাশনাল ইনষ্টিটিউট অব ল্যাবলেটর্রী মেডিসিন এন্ড রির্সাচ সেন্টার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার সাত দশমিক উনপঞ্চাশ শতাংশ। সূত্র মতে উপজেলা ভিত্তিক আক্রান্তের পরিমান হচ্ছে সদর উপজেলায় পাঁচ জন,রাণীনগর উপজেলায় দুই জন,আত্রাই উপজেলায় এক জন,মহাদেবপুর উপজেলায় চার জন,মান্দা উপজেলায় একজন,বদলগাছী উপজেলায় দুইজন,পত্নীতলা উপজেলায় চারজন,ধামইরহাট উপজেলায় দুইজন এবং সাপাহার উপজেলায় দুইজন। এ সময় নতুন করে সুস্থ্য হয়েছেন বিশজন এবং সর্বমোট সুস্থ্য হয়েছেন পাঁচ হাজার চার শত ছত্রিশ জন।সেই হিসেবে বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন পাঁচ শত পুঁচাশিজন। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাইশ জন। বাঁকীরা স্ব-স্ব বাড়িতে থেকে চিকিৎসকদের পরামর্শে নিয়ে চিকিৎসা গ্রহন করছেন। এই চব্বিশ ঘন্টায় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে এক শত বত্রিশ জনকে।এ পর্যন্ত সর্বমোট কোয়ারেনটাইনে নেয় হয় চৌত্রিশ হাজার পাঁচ শত ছিয়ানব্বই জনকে। নতুন করে কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে সাতচল্লিশ জনকে এবং এ পর্যন্ত সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে বত্রিশ হাজার দুই শত তিরাশি জনকে।বর্তমানে প্রাতিষ্ঠানিক ছাব্বিশ জনসহ সর্বমোট কোয়ারেনটাইনে রয়েছেন দুই হাজার তিন শত দশ জন। এ সময়ে করোনা ভাইরাসে কেউ মৃত্যুবরণ করেন নি। তবে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা এক শত তেইশ জন।
You cannot copy content of this page