লালমোহন প্রতিনিধ।।লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের সাথে লালমোহনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান, ওসি তদন্ত এনায়েত হোসেন। সভায় আলোচনা করেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, সাধারন সম্পাদক জসিম জনি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, সাবেক সাংগঠনিক সম্পাদক সদস্য শাহীন আলম মাকসুদ, সদস্য নুরুল আমিন প্রমূখ। এসময় লালমোহনের আইন শৃঙ্খলাসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান। আলোচনা সভায় লালমোহনে কর্মরত বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ হিসেবে মনোনিত হওয়ায় লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
You cannot copy content of this page