কাজের নাম করে সৌদি আরবে বিক্রি হওয়া হাবিবাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান হাবিবা। পরে জবানবন্দির জন্য তাকে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। হাবিবাকে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বায়রার কাছে আবেদন করে হাবিবার পরিবার।
গৃহকর্মীর কাজ দেবার কথা বলে গত ৭ জুন ইফতি ইন্ট্যারন্যাশনাল নামের একটি এজেন্সি হাবিবাকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঠায়। ৭ দিন পরেই পরিবারের কাছে পাঠানো ভিডিওতে হাবিবা জানান, তাকে বিক্রি করে দেয়া হয়েছে। যেখানে তার ওপর চলছে পৈশাচিক নির্যাতন। এ অবস্থায় হাবিবার পরিবার ইফতি ইন্ট্যারন্যাশনালের কাছে গেলে, ৪ লাখ টাকা দাবি করে। আইনের আশ্রয় নিলে হাবিবাকে গুম করার হুমকিও দেয়া হয়।
You cannot copy content of this page