এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর দশমিনায় ২০০ পিচ ইয়াবা সহ রাসেল গাজি নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি ) গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ওসি মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে এসআই জাকির হোসেন ও তার সঙ্গীও ফোর্স উপজেলার বাশবাড়িয়া ইউপির গছানী এলাকা থেকে গছানী গ্রামের বাসিন্দা মীর হোসেন গাজীর পুত্র রাসেল গাজীকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ২০০ পিচ ইয়াবা সহ আটক করে।
দশমিনা থানার ওসি মোঃ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিতপূর্বক প্রতিবেদককে জানান, ধৃত রাসেল গাজি দীর্ঘদিন ধরে সু-কৌশলে মাদকের ব্যবসা করে আসছিল। তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, দশমিনা থানায় এই প্রথম ২০০ পিচ ইয়াবা সহ কোন মাদক কারবারি আটক হয়েছে।
You cannot copy content of this page