এম.জাফরান হারুন, :: পটুয়াখালীর বাউফলে ইট বোঝাই ট্রলি গাড়ীর চাপায় শিল্পী বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে গাড়িটিতে আগুন দিয়ে পুড়ে ফেলে।
শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কাছিপারা ইউপির কাছিপাড়া-বাহেরচর সড়কে সাবেক ইউপি সদস্য সামসুল হকের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম কাছিপাড়া ইউনিয়নের কাছিপারা গ্রামের মোঃ দুলাল ফরাজির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিহত শিল্পী বেগম বাড়ী থেকে তার প্রয়োজনীয় কাজে কাছিপাড়া বাজারে রিক্সা যোগে আসতেছিলো। এসময় কাছিপাড়া থেকে ইট বোঝাই একটি ট্রলি গাড়ী বাহির চর বাজারের দিকে যাওয়ার পথে চাপা দেয়। ঘটনাস্থলেই শিল্পী বেগম মারা যায়।
এসময় ট্রলি গাড়ীর ড্রাইভার উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের রিয়াজ পালিয়ে গেলেও তার সহযোগী (হেলপার) নয়ন (২৪) কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে উত্তেজিত স্থানীয়রা ট্রলি গাড়ীটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। শিল্পী বেগম নিহত হওয়ার ঘটনায় ওই এলাকায় মুহুর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এব্যাপারে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। আর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
You cannot copy content of this page