
মোহাম্মদ জাফর ইকবাল কলাপাড়া প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে জোয়ারের চাপে ৫নংনীলগন্জ ইঃ চার স্থানে বেড়িবাঁধ ভেঙে অন্তত ১৫টি মাছের খামার প্লাবিত হয়েছে। এবং বাড়িঘর তলিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,কলাপাড়া উপজেলার ৫ নং নিলগন্জ ইনিয়নের ৮নং ওয়ার্ডের র্পৃব হজীপুর গ্রেমের প্রায় ১৫টি মাছের খামার জোয়ারের পানিতে ডুবে যায় পাশের বেড়িবাঁধ ভেঙে একটি আবাসন ও ৫টি বাড়ি প্লাবিত হয়।
ভোক্তোভোগিরা জানান তারা অনেকে ব্যাংকের লোন করে মাছ চাষ করেছেন তা তাদের আমফানের প্রভাবে তাদের সব ভেসে গিয়েছে। র্পৃহাজীপুরের ৮নংওয়র্ডের বাসিন্দা মোঃহাড়িচ খান জানান ১২ বিঘা জমিতে মাছ চাষ করেছি ব্যাংকের কাচ থেকে প্রায় দুইলাখ টাকা ঋণ করেছি তা ভেসে গিয়েছে আমফানের পানিতে।
তারা বলেন নদির পাসের বেড়িবাঁধ গুলোর দিকে সরকার সংস্কারের ব্যবস্থা যদি নিতেন তাহলে আমরা মাছ চাষ করে লাভবান হওয়া যাবে বলছেন তারা। ভুক্তভোগীরা আরো বলেন বাগদা ওগলদা চিংড়ি মাছ যা রপ্তানি করা হয় যা বাংলাদেশর অন্যতম একটি অর্থের যোগান দেয় তাই এই মাছ চাষিরা সরকারের সাহায্য সহযোগিতা কামনা করছেন।
৭নংওয়ার্ডের আবুল কালাম হাওলাদার জানান তার সাদা মাছের খামার ওবাগদা চিংড়ি তাও ভেসে গেছে আমফানের ঘূর্ণিঝড়ের পানিতে। তারা বলেন আমাদেরকে সরকার সাহায্য ও সহযোগিতা করলে আমরা পুনরায় মাছ চাষ করতে সক্ষম হইতাম।