• বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকার প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক স্থাপন বাধ্যতামূলক করতে হবে : পরিবেশ উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক,,,,,দৈনিক ক্রাইম বাংলা নবজাতকের জীবনে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের হুমকি,,,,দৈনিক ক্রাইম বাংলা কলকাতার গণমাধ্যমে ফখরুলের সাক্ষাৎকার বিতর্কিত, বিএনপি বলেছে মিথ্যা ও মনগড়া,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্মার্টফোন কেনার সময় ব্যাটারির ‘এমএএইচ’ জানা কেন জরুরি?,,,,দৈনিক ক্রাইম বাংলা সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান ও হংকং, নিহত ১৪, নিখোঁজ ১২৪,,,,,দৈনিক ক্রাইম বাংলা লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার বিশ্রাযেম জরুরি,,,,,দৈনিক ক্রাইম বাংলা শুটিং সেটে আহত হলেন টম হল্যান্ড,,,,দৈনিক ক্রাইম বাংলা তাপস-ইনু-কামালের আলাপ প্রকাশ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ বাজিয়ে শোনা হলো,,,,,দৈনিক ক্রাইম বাংলা তরুণদের রাজপথে নামতে উদ্বুদ্ধ করেছিলেন তারেক রহমান : রিজভী,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। বৃষ্টিতে ভিজে কোমর সমান পানিতে বাড়ি বাড়ি গিয়ে দুস্থ, অসহায় মানুষের হাতে তুলে দিয়েছেন রান্না করা খাবার। এ সময় খাবার পানি,স্যালাইন এবং পানি বিশুদ্ধকরন ঔষধ বিতরণ করেন। গত তিনদিন ধরে উপজেলা নারী উন্নয়ন ফোরাম’র উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের পানিতে প্লাবিত হওয়া গ্রামে এ সহায়তা করে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে প্রতিদিন লালুয়া,ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের গ্রামের পর গ্রাম দুই দফা জোয়ারের পানি প্রবেশ করে প্রতিদিন মানুষের ঘড়-বাড়ি, ফসলি ক্ষেত তলিয়ে যায়। চারিদিকে শুধু অথৈ পানি। ভাটার সময় পানি কমে গেলেও ফের জোয়ারের সময় ডুবে থাকে এসব গ্রাম। এমনকি এসব গ্রামের পরিবারগুলোর রান্না ব্যবস্থাও নেই। পুকুরসহ টিওবয়েল ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
লালুয়া ইউনিয়নের রাবনাবাদ নদীর পাড়ে চর চান্দুপাড়া গ্রামের গৃহবধু রওশনারা বেগম বলেন, জোয়ারের পানিতে তলিয়ে গেছে তার বসতবাড়ি। কয়েকদিন ধরে রান্না করেতে পারেনি তিনি। আইজ মোগে খিচুরী আর পানি দেছে। হেইয়া খাইয়া থাকমু।
হাতে রান্না করা খাবার পেয়ে ধানখালী ইউনিয়নের দেবপুর গ্রামের ৭০ উর্ধ্বো বৃদ্ধ মো.বজলু হাওলাদার বলেন, জোয়ারের পানিতে ঘরের মালামাল ভাসাইয়া লইয়া গ্যাছে। আমি বুড়া মানু মোর ঠান্ডা লাগে। দিন রাইত চহির উপর উড্ডা বইয়া থাহি।
একই গ্রামের শাহিনুর বেগম বলেন, প্রায় এক সপ্তাহ ধইর‌্যা মোগো জোয়ারের পানিতে বাড়ি-ঘর ডুইব্যা রইছে, ভাডার সময় হুগায়। এ্যাহন প্রত্যেক ঘরে ঘরে বুড়া আর পোলা পানের ঠান্ডা জ্বর-কাশি অইয়া গ্যাছে। হাঁস-মুরগী, ছাগল কোমনে গ্যাছে কইতে পারিনা। কোন সময় যানি ঘরডা পইড়া যায় হেই ডরে থাহি। যহন মোরা নিরুপায় হইয়া পরছি তহন ভাইস চেয়ারম্যান আমাগো খাওন আর ঔষধ দিয়া সহযোগিতা করছেন। এমন কথাই বলেছেন ওই গ্রামের আরো অনেকে।
উপজেলা নারী উন্নয়ন ফোরাম’র সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা বলেন, উপজেলার লালুয়া, ধানখালী ও চম্পাপুরে ইউনিয়নের বিভিন্ন পানি বন্দী গ্রামের ১৭৬০ পরিবারের মাঝে নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে রান্না করা খাবার, পানি,স্যালাইন ও পানি বিশুদ্ধকরন ঔষধ বিতরণ করা হয়েছে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানের জন্য অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ