মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পবিত্র মাহে রমজানের শেষ পর্বে হাফেজ শহিদুল্লাহর ইফতার সেহড়ী ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ( ২৩ মে শনিবার ) দুপুর ২ গটিকার সময় বনগাঁও নুরানী হাফেজিয়া মাদ্রাসায় গরিব অসহায় দুস্থ ও মসজিদ মোয়াজ্জেনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় । চাল,ডাল, তেল,আলু, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, খেজুর, সেমাই,চিনি দুধ,মুড়ি, ইত্যাদি সকলের মাঝে দেওয়া হয়।
এসময় স্বাগত বক্তব্যে হাফেজ শহিদুল্লাহর বলেন করোনা এ দুর্যোগে দুই মাস ধরে গরিব অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী থেকে শুরু করে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমি এ যাবৎ প্রত্যেকের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দিয়েছি , এবং আমি এ যাবৎ ৯০০ শত পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছি। আমি তেমন কোন রাজনৈতিক দলের নেতাকর্মী নয় আমার নিজ অর্থায়নে এসব করেছি যব দিন ধরে বেঁচে থাকবো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ।