
রংপুর প্রতিনিধিঃআসন্ন রংপুর সিটি কর্পোরেশন তৃতীয় বার নির্বাচনে মানুষের পাশে থেকে সেবা করতে চান ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহাতাব উদ্দিন কাজল। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন,নির্বাচিত হলে ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার সপ্ন এবং নির্বাচিত হওয়ার পর সিটি কর্পোরেশনের প্রতি মাসের ভাতা সমাজ কল্যাণ পরিষদ নামে ট্রাস্ট খুলে সেটার মাধ্যামে সামাজিক কাজে ব্যায় করবো।
৬ মাসের মধ্যে দ্রুত চিকিৎসা কেন্দ্র পেীছাতে ওয়ার্ডের নিজস্ব এ্যাম্বুলেন্স সুবিধা চালু করবেন বলে জানান। আরও বলেন আমি ২০ বছর যাবৎ সামাজিক কাজের সাথে সাথে যুক্ত আছি। সুতরাং ওয়ার্ডের সর্বস্তরের জনগন আমার পক্ষে রয়েছেন।
মোহছেনা বেগম নামে এক ভোটার বলেন,প্রয়োজনে যখন ডাকি তখনই পাই তাই যোগ্য প্রার্থী হিসেবে তাকেই ভোট দিতে চাই এবার ওয়ার্ডবাসি জনগণ সকলে মিলে।
৩ নং ওয়ার্ডের ভোটার আব্দুল হাকিম বলেন, কাজল ভাইকে তিনি গরিব দুঃখী ও অসহায় মানুষের বন্ধু। তাই আমরা তাকেই কাউন্সিলর হিসেবে ভোট দিতে চাই ওয়ার্ডের উন্নয়নে মাহাতাব ভাইয়ের বিকল্প নাই। তিনি একজন সৎ নিষ্ঠাবান মানুষ বাংলাদেশ সেনা বাহিনীর অবঃ সার্জেন তাকে সব সময় আমাদের পাশে পাই। তাকে আমরা নির্বাচিত করে নিয়ে আসতে পারলে আমাদের এই ৩নং ওয়ার্ড একটি মডেল নগরে পরিনত হবে বলে আমরা আশাবাদি।