মহিপুর :২৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে গুড নেইবারস বাংলাদেশ মহিপুর অফিসের সামনে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রী প্যাকজের মধ্যে ছিলো – ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবন ও ২ কেজি আলু দেয়া হয়েছে। এ সময় গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি অফিস ব্যবস্থাপক মি. দিপক কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আসাদ উজ্জামান খান সহকারী পরিচালক সিপিপি কলাপাড়া, মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী প্রতিষ্ঠাতা সভাপতি মহিপুর প্রেসক্লাব প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, গুড নেইবারস বাংলাদেশ ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন মুলক কাজ করে আসছে।