এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন স্বাধীনতা পদক প্রাপ্ত, বীরোত্তম, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম তালুকদারের সুযোগ্য সন্তান বাউফলের তরুণ প্রজন্মের নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাসীব আলম তালুকদার।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে হাসিব আলম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। আমি আপনাদের জন্য এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন্য ৭০০০ কম্বল এনেছি। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, আমি আপনাদের পরিবারের সদস্য হিসেবে পাশে দাঁড়াতে।
রোববার (১৫ জানুয়ারি) বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এভিআর বাংলাদেশ গ্রুপের মালিক ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সদস্য মোঃ হাসিব আলম তালুকদারের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে চারশত কম্বল বিতরণ করা হয়।
এসময় মদনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ সদস্য মমিন খান, কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিটু, যুবলীগ নেতা আবুল কালাম খান, সাবেক কাউন্সিলর বেলাল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page