
মোঃজুলহাস মিয়া,বরগুনা :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনা বেতাগী উপজেলার মায়ার হাট বাজারে শহীদ শেখ রাসেল স্মৃতি সমাজ কল্যাণ আয়োজনে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) জহূর বাদ মায়ারহাট বাজারে দোয়া -মোনাজাত পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠাতা সভাপতি ইদ্রিসুল আলোমের সভাপত্বিতে উপস্থিত ছিলেন, ৭ নং সরিষামুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান সিপন জমাদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হোসেন সহ সুধী সমাজ উপস্থিত ছিলেন।