Array

মোঃ জালাল হোসেন।।
নওগাঁ জেলার মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। সদ্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: রবিউল আলম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: স্বপন।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে মান্দা উপজেলা সমবায় দলের সভাপতি এম এ মতিন মুরাদ এবং সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুমোদনপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সমবায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বক্তারা বলেন, সমবায় ব্যবস্থা জনগণের অর্থনৈতিক মুক্তি ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে সংগঠিত নেতৃত্ব অপরিহার্য।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সদ্য গঠিত এই কমিটি ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে জনকল্যাণমূলক সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। দলীয় ঐক্য বজায় রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে সদ্য অনুমোদিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং মান্দা উপজেলায় সমবায় দলের সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করা হয়।