Array নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। – Daily Crime Bangla
  • বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার ব্রাক্ষনগাঁও শাখার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় মান্দার বর্দ্দপুরে নবনির্মিত মসজিদ উদ্বোধন করলেন ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।।

নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মোঃ জালাল হোসেন।।

নওগাঁ জেলার মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। সদ্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: রবিউল আলম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: স্বপন।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে মান্দা উপজেলা সমবায় দলের সভাপতি এম এ মতিন মুরাদ এবং সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুমোদনপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সমবায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বক্তারা বলেন, সমবায় ব্যবস্থা জনগণের অর্থনৈতিক মুক্তি ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে সংগঠিত নেতৃত্ব অপরিহার্য।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সদ্য গঠিত এই কমিটি ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে জনকল্যাণমূলক সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। দলীয় ঐক্য বজায় রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে সদ্য অনুমোদিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং মান্দা উপজেলায় সমবায় দলের সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ