নিজস্ব প্রতিবেদক প্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আবদুর রাফেলের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আবদুর রফেল কুষ্টিয়া সদর উপজেলা রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্ট্রি করতে গেলে তার কাছে ঘুষ চাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
পরে তার ব্যাংক কর্মকর্তা ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা নেন ওই কর্মচারী। বিএম রফেল এ ব্যাপারে তার ফেসবুক পেজে পোস্ট দিলে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহ বলেন, ‘বিএম আবদুর রফেল আমার দফতরে এসেছিলেন জমি রেজিষ্ট্রি করতে। ওঁর কাজ দ্রুত করে দিই। তার ভাইয়ের কাছ থেকে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল ঘুষ নিয়েছিল বলে অভিযোগ পাওয়ার পর টাকা ফেরত দিতে বলেছি। আর এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
You cannot copy content of this page