এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর বাউফল উপজেলায় দেড় কেজি গাঁজা সহ মাদক কারবারি মোসাঃ আকলিমা বেগম আটক হয়েছে থানা পুলিশের হাতে।
মঙ্গলবার (২২ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানার ওসি আল-মামুন এর নির্দেশনায় এসআই রফিকুল ইসলাম, এএসআই মহিউদ্দিন, এএসআই মিজান এর নেতৃত্বে সহ সঙ্গীয় ফোর্স বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের গাজীবাড়ি অভিযান চালিয়ে রাসেল গাজীর বসত ঘরের ভিতর থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক কারবারি মোসাঃ আকলিমা বেগমকে আটক করতে সক্ষম হয় পুলিশ কিন্তু এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী মোঃ রাসেল মীর পালিয়ে যেতে সক্ষম হয়।
এবিষয়ে স্বত্যতা জানিয়ে ওসি আল-মামুন বলেন, আকলিমা বেগমের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।