কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কলাপাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় পৌর শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাজী হুমায়ুন সিকদার সভাপতি ও অ্যাড. হাফিজুর রহমান চুন্নু কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক হাজ্বী হুমায়ুন শিকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন। এ সম্মেলন উদ্বোধন করেন, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ- সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব – স্মেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আহবায়ক কমিটি’র সদস্য জাফরুজ্জামান খোকন, জেলা বিএনপি সদস্য মোঃবশির মৃধা (টিম লিডার) জেলা বিএনপি’র সদস্য আলগীর হেসেন বাচ্চু,সদস্য শাহীন চৌধুরী পাশা প্রমুখ।
You cannot copy content of this page