
ড. ইউনূস: শান্তিপূর্ণ নির্বাচনে গর্ব করবে দেশ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গর্বের। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও পরিশ্রমে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি দেশের নিরাপত্তা রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন।
তিনি বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট উচ্চতর শিক্ষা ও গবেষণায় একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ড. ইউনূস মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। পাশাপাশি জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারী শিক্ষার্থী ও জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। অনুষ্ঠানে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চান।
ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ ভূ-কৌশলগতভাবে একটি সম্ভাবনাময় অবস্থানে রয়েছে। সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন ও সাইবার হুমকিসহ বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।