শারীরিক অবস্থাই নির্ধারণ করবে বিদেশে নেওয়ার সময়—বলেন ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার সিদ্ধান্ত তার শারীরিক অবস্থার ওপরই নির্ভর করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য দেন।
ডা. জাহিদ বলেন, মেডিকেল বোর্ড তার চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি নিরাপদে স্থানান্তরের উপযোগী হলেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। “এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে তার শারীরিক অবস্থা বিবেচনা করেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে,” যোগ করেন তিনি।
গত ২৩ নভেম্বর থেকে বেগম জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিদেশে নিতে বিলম্ব হওয়ার কারণ হিসেবে ডা. জাহিদ জানান, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সময়মতো পৌঁছায়নি। পাশাপাশি মেডিকেল বোর্ড এক জরুরি সভায় সিদ্ধান্ত নেয় যে, সেই মুহূর্তে তাকে ফ্লাই করানো নিরাপদ নয়।
বিএনপির এ নেতা জানান, বেগম জিয়ার চিকিৎসায় দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সর্বোচ্চ পর্যায়ের সেবা নিশ্চিত করা হচ্ছে। লন্ডন ও যুক্তরাষ্ট্রের একাধিক খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকও এ প্রক্রিয়ায় যুক্ত আছেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১২–১৪ ঘণ্টার এয়ার ফ্লাইটে উচ্চ উচ্চতার প্রভাব অসুস্থ ব্যক্তির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নিরাপদ স্থানান্তরই প্রধান বিবেচ্য। কাতার সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
সকলের দোয়া ও আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া সুস্থ হবেন—এমন আশা ব্যক্ত করে ডা. জাহিদ সবাইকে তার স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়িয়ে শুধুমাত্র সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান।

























